Friday, January 9, 2015

বিবাহ ধনী হওয়ার উপায়

আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনে ওয়াদা করেছেন যে,বিবাহ করলে তিনি নিজ অনুগ্রহে তাকে ধনী করে দেবেন
আল্লাহ্ তায়ালা বলেন:
তোমাদের মধ্যকার যারা বিবাহবিহীন আছে এবং দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের বিবাহ দিয়ে দাও যদি তারা অভাবগ্রস্থ থাকে আল্লাহ্তায়ালা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেনআর আল্লাহ্ তায়ালা প্রাচুর্যময় সর্বজ্ঞ(সুরা নূরঃ ৩২)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)বলেছেন,আল্লাহ্ তায়ালা বিবাহ দিতে উৎসাহ দিয়েছেন এবং স্বাধীন গোলামদেরকে তার (বিবাহ করতে)আদেশ দিয়েছেন এবং এর বদৌলতে তাদেরকে ধনাঢ্যতার ওয়াদা করেছেনএরপর তিনি উপরোক্ত আয়াত তেলাওয়াত করলেন

সাঈদ ইবনে আব্দুল আযীয(রহঃ)হতে বর্ণিত,তিনি বলেন:আমার কাছে খবর এসেছে,হযরত আবু বকর(রাঃ)বলেছেন:আল্লাহ্ তায়ালা তোমাদেরকে বিবাহের ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন তা পালন করতাহলে তিনি তোমাদেরকে ধন্যাঢ্যতার যে ওয়াদা দিয়েছেন তা পূর্ণ করে দেবেন এরপর তিনি উপরোক্ত আয়াত তেলাওয়াত করলেন

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেছেন: তোমরা বিবাহের মাধ্যমে ধনী হওয়ার রাস্তা খুজে নাও আল্লাহ্তায়ালা বলেছেন:  
যদি তারা অভাবী থাকে আল্লাহ্তায়ালা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন (তাফসীরে ইবনে কাসিরঃ /৫১)

রাসুল (সাঃ) বলেছেন:
তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ্তায়ালার জন্য কর্তব্য হয়ে যায় আল্লাহ্তায়ালার রাস্তায় জিহাদকারী, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায় এবং ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায় 
(তিরমীজি-১৬৫৫, নাসায়ী-৩২১৮, ৩১২০,সহীহ ইবনে হিব্বান-৪০৩০,বায়হাকীঃসুনানুল কুবরা-১৩৪৫৬,২১৬১২; হাদিসটি হাসান)

অতএব, মুসলিম অমুসলিম সকল অবিবাহিত ভাইবোনদের ভাবার সময় এসেছে; তারাই চিন্তা করবেন যে, তারা কখন বিবাহ করবেন?

0 comments:

Post a Comment