কাজী অফিস




বিবাহের জন্য যা প্রয়োজন:


* বর ও কনের জাতীয় পরিচয় পত্র / এসএসসির সার্টিফিকেট / পাসপোর্টের ফটোকপি লাগবে।
(যেকোন একটি হলেই চলবে। কাগজে বরের ২১+ বয়স এবং কনের ১৮+ বয়স থাকতে হবে।)

* বর ও কনের ২ জন করে মোট ৪ জন পুরুষ সাক্ষী লাগবে। 

* বর ও কনের আগে বিয়ে হয়ে থাকলে তালাকের কাগজ লাগবে।





তালাকের জন্য যা প্রয়োজন:


* কাবিননামা লাগবে।

* তালাক ৩ প্রকার,
    ১. স্বামী তালাক দিবে। 
        (স্বামী কাজী অফিসের মাধ্যমে স্ত্রীকে এবং স্ত্রীর চেয়ারম্যান কে নোটিশ করবে। নোটিশ করার সাড়ে তিন মাস পর ৩ জন পুরুষ সাক্ষী এনে কাজী অফিসে তালাক রেজিষ্ট্রেশন করতে হবে।)

    ২. স্বামী ও স্ত্রীর তালাক।
         (স্বামী ও স্ত্রীর পক্ষ থেকে ২ জন করে মোট ৪ জন পুরুষ সাক্ষী কাজী অফিসে এসে সকলের সামনে স্বামী স্ত্রীকে তালাক দিবে এবং স্ত্রী তালাক নিবে।)

    ৩. স্ত্রী তালাক নিবে।
(স্ত্রী কাজী অফিসের মাধ্যমে স্বামীকে এবং স্বামীর চেয়ারম্যান কে নোটিশ করবে। নোটিশ করার সাড়ে তিন মাস পর ৩ জন পুরুষ সাক্ষী এনে কাজী অফিসে তালাক রেজিষ্ট্রেশন করতে হবে।)








1 comment:

  1. আমাদের খোলা তালাকের সময় ২ জন সাক্ষী ছিলো তাহলে কি আমাদের তালাক আইনগত ভাবে হয় নি?

    ReplyDelete