স্ত্রীলোকদের
ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা
তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি
যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর
যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব,
তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর। -বুখারি : ৩৩৩১; মুসলিম : ১৪৬৮
0 comments:
Post a Comment