Saturday, November 14, 2015

দেনমোহরের পরিমাণ



★শরীয়ত দেনমোহরের সর্বোচ্চ কোন পরিমাণ নির্ধারণ করেনি।

তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছে,তা হলো- 

         দশ দিরহাম বা দুই তোলা সাড়ে সাত মাসা রুপা বা ৩০.৬১৬ গ্রাম রুপা বা ২.৬২৫ ভরি রুপা।

এরচেয়ে কম দেনমোহরে কনে রাজী হলেও তা শরীয়তে সিদ্ধ হবে না।

0 comments:

Post a Comment