Wednesday, June 28, 2017

আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ দিতাম

মু‘আয (রাঃ) শাম থেকে ফেরার পর রাসূল (ছাঃ)-কে সিজদা করলে তিনি বললেন, কি ব্যাপার হে মু‘আয! তিনি বললেন, আমি শামে গিয়ে দেখলাম, সেখানকার অধিবাসীরা তাদের পোপ ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি আপনার ক্ষেত্রেও তাদের মতো করার ইচ্ছা করেছি।
রাসূল (ছাঃ) বললেন, তোমরা এটা করো না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম।
সে আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত, আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না।
এমনকি স্বামী যদি তাকে বাচ্চা প্রসবকালীন অবস্থায়ও ডাকে, সে তার আনুগত্যে হেলা করবে না।”
(ইবনু মাজাহ হা/১৮৫৩, সিলসিলা ছহীহা হা/১২০৩)

0 comments:

Post a Comment